বিপ্লবের কাছে ঋণী মানুষ, নতজানু মানুষএসে দাঁড়ায় সমূলে। তখন অরুণোদয় হয় সভ্যতার।জ্বলজ্যান্ত সূর্য তপ্ততা ছড়িয়ে দেখায় পরিবর্তিত পথ।কে আছো এমন?দাঁড়াও পুরোভাগে। আহবান করো। ডাকো…ডাকোপ্রভাতের দিকে।ব্যানার নয়। যুক্তি নয়। তর্ক নয়।নয় কোনো ইতি-উতি আনুষ্ঠানিকতা।শুধু আর্তবিসর্জিত সংঘাতই পারে রুখতে অন্যায়।এসো আর্তবিসর্জনে। এসো সূর্যসেন, প্রতীলতা,আসাদ রফিক আর জব্বার হতে। মুক্তিযোদ্ধা হতে এসে সদলবলে, এসো পরিবর্তনের অঙ্গীকারে।এসো বঙ্গবন্ধু শেখ […]
Read More