
প্রতিদিনের কাজ যখন হয় ১০ টাকায় , ভাবতে তো তখন হবেই। হ্যাঁ খরচে সাশ্রয়ী একটি বাইকের নামই হলো পিকে ইজি বাইক। একচার্জেই বাইকিটি আপনাকে সার্পোর্ট দেবে কমপক্ষে ৭৪ কিলোমিটার। প্রতিদিনের যোগাযোগে তাই এটি হতে পারে আপনার নির্ভরযোগ্য একটি মাধ্যম।
নেই কোনো পুলিশি ঝামেলা। লাইসেন্স বা এ জাতীয় কোনো কাগজের হয়রানি। এদিকে যে টাকায় বাইকটি কিনলেন তা অনায়াসে উঠে আসে ব্যবহারের মধ্য দিয়েই। অথচ তেলের বাইকগুলোতে আপনাকে প্রতিদিনই গুণতে হবে কাড়ি কাড়ি টাকা। তাই রিসেলভ্যালু কথাটা ইজি বাইকের জন্য ঠিক যথোপযুক্ত নয়।
বাইকটির বাজার দর এখন চলছে নব্বই হাজার টাকা।
৬টি ব্যাটারি। আর সহজ চার্জিং সিষ্টেম বাইকটির ব্যবহারকে করেছে স্বাচ্ছন্দ্যময়। আছে প্রায় যন্ত্রাংশের সহজ প্রাপ্তি সুবিধা। কারণ এই ইমপোর্টার রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রংপুর চেম্বারের কনিষ্ঠ পরিচালক প্রণয় কুমার বণিক। যিনি ব্যবসায় পণ্যের গুণগত মানকেই প্রাধান্য দেন বেশি।
বাইকটির শোরুম ঠিকানাঃ গণেশপুর, টার্মিনাল রোড, রংপুর।
বাইক সম্পর্কে যাবতীয় তথ্য পেতে আপনার ফোন সংযোগ করুনঃ ০১৭১৬৭২৫০১০ ।