
রেলমন্ত্রীর স্ত্রীর তিন ভাগনে, বিনা টিকেটে পাবনা থেকে উঠেছিলেন ঢাকার ট্রেনের এসি কামরায়। টিকেট পরিদর্শনে আসলে রেলমন্ত্রী নূরুল ইসলামের স্ত্রীর আত্মীয় পরিচয় দেন তারা। এরপর টিটি মোঃ শফিকুল ইসলাম জরিমানা করেন তাদের। ছাড়ান এসি কামরাও। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মুঠো ফোনে টিটি শফিকুলকে বরখাস্তের কথা জানান হয়। এসব কথা গণমাধ্যমকে জানান শফিকুল।
বিপরীতে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, জরিমানা জন্য নয় বরং যাত্রী হয়রানি ও অশোভন আচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে তাঁকে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল।